বাংলাদেশের নির্বাচন হতে হবে বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক :জাতিসংঘ

বাংলাদেশের আগামী নির্বাচন হতে হবে বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষে এমন স্পস্ট বার্তা দিয়েছেন তাঁর মুখপাত্র স্টিফান ডুজারিক। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংএ এক প্রশ্নের জবাবে এমন অভিমত তুলে ধরেন তিনি।

জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী ব্রিফিংএ অংশ নিয়ে জানতে চান-বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধি নেতাকর্মীদের গ্রেফতার, দমন-পীড়ন শুরু করেছে ক্ষমতাসীন সরকার। আমরা দেখেছি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস বিরোধিদল ও ক্ষমতাসীনদের সাথে তাঁর সম্পৃক্তা জোরদার করেছেন। বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী?

জবাবে জাতিসংঘ মহাচিবের মুখপাত্র ডোজারিক বলেন, “এ বিষয়ে আমাদের বার্তা খুবই স্পস্ট। যেমনটা বিশ্বের অনান্য দেশের নির্বাচনের ক্ষেত্রেও। আমি বাংলাদেশের নির্বাচনের বিষয়ে স্পস্ট করে বলবো, আমরা একটি বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours