রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য ইসমাইল হোসেন (৫৫) স্ত্রী শাহিন আক্তার (৪২) ও তার মেঝো মেয়ে ইশরাত জাহান তন্ত্র (১৮)কে পিটিয়ে ঘরে ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে অবরুদ্ধ অবস্থা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলা হামছাদী ইউনিয়নের উত্তর শ্যামগঞ্জ গ্রামের চৌকিদার বাড়িতে এ হামলার শিকার আহতরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে শ্যামগঞ্জ গ্রামের চৌকিদার বাড়ি মৃত আব্বাস মিয়ার ছেলে ও মেয়েদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ভাইরা জোরপূর্বক বোনদের সম্পত্তি না দিয়ে নয়ছয় করে যাচ্ছেন। এদিকে আব্বাস মিয়ার বড় ছেলে আমানত উল্লাহ ও ছোট ছেলে প্রবাস ফেরত বেলালের সাথে তাদের ভাই ইসমাইলের ও জমিসংক্রান্ত বিরোধ ছিলো। ঘটনার দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান নান্নুর পরিষদেও একটি সালিশী বৈঠক ছিলো। আমানত উল্লাহ ও বেলাল বৈঠক না মেনে পরিষদ থেকে ক্ষিপ্ত হয়ে চলে যান। যাওয়ার সময় ইসমাইলকে হুমকি দেয়। ইসমাইল বাড়িতে গেলে তার ছোট ভাই বেলাল দা-নিয়ে তাকে দাওয়া করে। একপর্যায়ে বেলাল ও আমানত উল্লাহ তার ভাই ইসমাইলের ওপরে হামলিয়ে পড়ে। ইসমাইলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ও মেয়ে হামলার শিকার হন। ইসমাইল প্রাণের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান। স্ত্রী ও তার সন্তানদেরকে তালা দিয়ে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে। আমানত উল্লাহ ও বেলাল। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
লক্ষ্মীপুর সদর (মডেল) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষ থেকে লেখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত লিখুন