রবিবার, ২৬ জুন ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সোমবার রাত ৯ টার দিকে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন। সকালে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিভিল সার্জনকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, বেশ কয়েকদিন থেকেই সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার অসুস্থ ছিলেন। তার করোনা কিছু উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়। গত বুধবার করোনা নেগিটিভ ছিল। তবে পরবর্তীতে নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষায় পজিটিভ হওয়ায় তাকে ঢাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর শাখার উচ্চমান সহকারী (৫৭ বছরের) আনোয়ার হোসেন। সোমবার (২২ জুন) রাত ৯টার দিকে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত আনোয়ার হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ বাঞ্চানগর এলাকার আলি আজমের ছেলে। রাতে আনোয়ার হোসেনের মৃতদেহ সদরের তার নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যায় ১৪ জন। এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা ৬০৯ জনে। সুস্থ হয়েছেন মোট ২৭৬জন।
আপনার মূল্যবান মতামত লিখুন