রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মিলাদ ও দোয়া করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে চাইনিজ রেস্টুরেন্ট ‘চিল আউটের’ কনভেনশন হলে চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগ এ আয়োজন করেন।
চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।
চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ন-আহবায়ক মোঃ ইউসুফ পাটোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্যজোটের আয়বায়ক এম ছাবির আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল আনছারী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুুদ লিটন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম. মাসুদ ও সাধারণ সম্পাদক সৌরভ হোসেনসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ফজলুল হক মন্টুর নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ সুসংগঠিত একটি সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। দক্ষ এ সংগঠকের মৃত্যুতে সারাদেশে শ্রমিক লীগের সকল নেতাকর্মীরা শোকাহত। এসময় নেতাকর্মীরা মরহুম ফজলুল হক মন্টুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুতে শ্রমিক লীগের রাজনীতির অঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া।
আপনার মূল্যবান মতামত লিখুন