শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে ১২নম্বর ওয়ার্ড থেকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা মুজাহিদুল ইসলাম সুমন। ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ চান এ নেতা। সুযোগ পেলে এলাকায় অবকাঠামোগত উন্নয়নসহ এলাকার সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে চান তিনি।
মুজাহিদুল ইসলাম সুমন পৌর ১২নম্বর ওয়ার্ড লাহারকান্দি গ্রামের মোল্লা বাড়ির মৃত হেদায়েত হোসেন মোল্লার সন্তান ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক।
জানা গেছে, রাজনীতি ছাড়াও সুমন এলাকার নানান সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকতে ভালোবাসেন তিনি। সুমন খামারবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মিত্তাহুল জান্না নুরানী মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি, আবিরনগর মাহমদিয়া দাখিল মাদরাসার প্রাক্তণ ছাত্র ফেডারেশনের সাধারন সম্পাদক, মানবতার কল্যাণে আদর্শ ক্লাবের প্রতিষ্ঠাতা। করোনাকালেও থামে নি তার কার্যক্রম। রাতের আঁধারে গরিব অসহায়দের বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী, রমজানে বিতরণ করেছেন ইফতার সামগ্রী। আরো ব্যাপক ভাবে সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য আগামী পৌরসভা নির্বাচনে জনগণের সহযোগিতা চান তিনি।
মুজাহিদুল ইসলাম সুমন বলেন, আমার ওয়ার্ডটা পৌরসভার অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জনগনের কথা চিন্তা করে আমি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। জনগনের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য জনগনের সহযোগিতা একান্ত কাম্য। এলাকার পুরনো রাস্তা সংস্কার, পানির লাইন স্থাপন, গ্যাস সংযোগ নিশ্চিতকরণ, শিশুভাতা-বয়স্কভাতা-বিধবাভাতার শতভাগ নিশ্চিত করার চেষ্টা করবো। জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটাবো।
আপনার মূল্যবান মতামত লিখুন