রবিবার, ২৬ জুন ২০২২, ১২:০৯ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘আম্ফান’ শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে পরিণত হওয়ায় উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর ৷
আবহাওয়া অধিদপ্তর জানান, পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্ফান’ আরো শক্তিশালী হয়ে ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২১০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।
এতে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরসহ অন্যান্য জেলা ও অদূরবর্তী দ্বীপ এবং চরে ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় আম্ফান প্রতিরোধে লক্ষ্মীপুরে জেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। করোনা মহামারির সময় উপকূলবাসীর জন্য এটা আরো বিপদ হয়ে আসছে। এ জন্য জেলা প্রশাসন থেকে ২০০টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্র গুলোতে থাকতে পারে সে ব্যাবস্থা করা হয়েছে। এ ছাড়া গবাদি পশুর জন্য আলাদা ভাবে আশ্রয় ও তাদের জন্য খাবার ব্যাবস্থা রাখা হবে বলে জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। ঘূর্ণিঝড় আম্ফান প্রতিরোধে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বলেও জানান তিনি।
জেলায় ২ টি ও প্রতিটি উপজেলায় হট লাইন চালু করা হয়েছে। দুযোর্গ পরবর্তী সময়ে রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা ঠিক রাখার জন্য ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ প্রস্তুত রয়েছে।
আপনার মূল্যবান মতামত লিখুন