রবিবার, ২৬ জুন ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর সংবাদদাতাঃ লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট বাজারে স্টুডিওতে বানানো হচ্ছে এনআইডি, জন্মসনদ ও জেলেকার্ড। গতকাল বিকেলে ঐ বাজারে অভিযান চালিয়ে কয়েক জনকে আটক করা হয় এসময় ৪টি কম্পিউটার ও বিভিন্ন জাল আইডি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন,শিমুল মজুমদার, সুধেব মজুমদার চর জাঙ্গালিয়া গ্রামের বিজুস মজুমদারের ছেলে ও শিমুল ষ্টুডিওর মালিক। মো. রুবেল একই ইউনিয়নের আবুল কাশেমের ছেলে
উপজেলা নির্বাহী কার্যালয় সুত্রে জানাযায় যে, সেলিম নামে একজন ভুয়া জেলে কার্ড তৈরী করে হাজিরহাট ইউনিয়নে জেলে কার্ডের চালের জন্য গেলে তা ভুয়া প্রমানীত হয়। বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেনকে জানালে তিনি এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ৪টি ষ্টুডিওতে অভিযান পরিচালনা করে জেলেকার্ড, এনআইডি ও জন্মসনদ জাল তৈরীর প্রমান পেয়ে মালামাল জব্দ করি এবং প্রমাণের ভিত্তিতে মামলা নেওয়ার জন্য কমলনগর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করেন।
আপনার মূল্যবান মতামত লিখুন