রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে লক্ষ্মীপুর বাজারের বিপনি বিতান ও মুদি দোকানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিপা ইয়াসমিন।
সামাজিক দুরন্ত নিশ্চিত করতে ও দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশ ও সেনাবাহিনীরর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে সামাজিক দুরন্ত বজায় না রাখায় বিভিন্ন বিপনী বিতানে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকা মুদি দোকানে জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ক্রেতাদের বিভিন্ন ভাবে সচেতন ও এক দোকানে ২জন ক্রেতার বেশি যাতে না যায় সে বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত লিখুন