শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:১৮ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ডাক্তার, নার্স ও রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়াসহ আরও ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোবনা রোগীর সংখ্যা ৯৯ জন। এদের মধ্যে শনাক্ত হওয়ার আগেই একজন মারা গেছে।
নতুন করে একজন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।
নতুন শনাক্ত হওয়া আটজন রায়পুর উপজেলার এবং একজন সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ৪ জন ডাক্তার, ২ জন নার্স ও রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া রয়েছে।
রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার সময় লক্ষ্মীপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৮১জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ৭২জনের। আর পজেটিভ আসে ৯জনের। পজেটিভ ৯ জনের মধ্যে রায়পুর উপজেলায় ৮ জন ও সদর উপজেলার ১ জন রয়েছেন।
লক্ষ্মীপুরে সর্বমোট ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ২৮জন, রামগঞ্জে ২২জন, রায়পুরে ৩১জন, রামগতিতে ১০ জন ও কমলনগরে ৮ জন রয়েছেন।
এছাড়া জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫জন। তাদের মধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগরে ৬জন, রামগতি ৫জন এবং সদরে ১১জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আপনার মূল্যবান মতামত লিখুন