রবিবার, ২৬ জুন ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ।
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা শহরের তমিজ মার্কেটস্থ যুবলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে মিছিলে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুব, যুবলীগ নেতা আবদুল জব্বার লাভলু, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুর রাজ্জাক রাসেল, যুবলীগ নেতা শাহরিয়ার রাশেদ, মিজান, আজগর, আপলু, ফোরকান ও সোহাগসহ চারশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে রায়পুর উপজেলা যুবলীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুন্সি, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ম-আহবায়ক কৌশিক সোহেল ও তারেক আজিজ জনি প্রমুখ।
আপনার মূল্যবান মতামত লিখুন