রবিবার, ২৬ জুন ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ৬ মাসের শিশুকন্যা সিদ্রাতুল মুনতাহা মিতি ও তিন বছরে শিশু শাফরিন হোসেনকে জিম্মি করে তাদের মাকে বেদম মারধর করে দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণ অলংকার ও নগদ-অর্থ লুটে নেয়।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের মোল্লারপুল এলাকায় একটি প্রবাসীর বাড়িতে এ লুটপাটের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী ও পরিবার জানায়, প্রবাসীর বাড়িতে দুই গৃহবধূ একাই ছিলেন শিশু মিতি ও শাফরিনকে নিয়ে। চতুর্দিকে যখন মাগরিবের আযান দেয় ঠিক ওই সময় তাদের শ্বশুর প্রবাসী সফিকুর রহমান ঘর থেকে নামাজ পড়তে মসজিদে যান। এ সুযোগে একদল মুখোশধারী তাদের ঘরে ঢুকে গৃহবধূ শাম্মি আক্তার ও উম্মে সালমা মুনকে মারধর করে তাদের কোলে থাকা শিশুদের জিম্মি করে তাদের ঘরে থাকা সকল স্বর্ণ-অলংকার ও নগদ অর্থ লুটে নেয় বলে তাদের অভিযোগ।
হামলার শিকার শাম্মি আক্তার প্রবাসী সফিকুর রহমানের মেজো ছেলে মিজানুর রহমানের স্ত্রী ও উম্মে সালমা মুন সেজো ছেলে শাহেদ হোসেনের স্ত্রী। বর্তমানে প্রবাসীর পুত্রবধূ শাম্মি ও মুন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, দুর্বৃত্তরা শিশুদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করেছে। এ সময় দুই গৃহবধূকে তারা শারীরিকভাবে নির্যাতন চালায়। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান মিয়া জানান, পুলিশ পাঠানো হয়েছে ওই বাড়িতে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।