রবিবার, ২৬ জুন ২০২২, ০৭:২৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৪০০ ইমাম-মুয়াজ্জিনদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে পৌর শিশু পার্কে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবু তাহের, মাওলানা হারুন আল মাদানী, মহিউদ্দিন, আবু তাহের, সাবেক ছাত্রনেতা আফতাব উদ্দিন বিপ্লব, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, আনোয়ার হোসেন শাহি ও আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান প্রমুখ।
পৌরসভার কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১৭৪টি মসজিদের প্রায় ৪০০ ইমাম-মুয়াজ্জিনদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত লিখুন