রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জকসিন বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক আরিফ সওদাগরের সভাপতিত্বে ও লাহারকান্দি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ ইব্রাহীমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আকবর পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিমু মাহমুদ প্রমুখ।
সম্মেলনে বক্তরা আওয়ামীলীগ সরকারের ব্যাপক সমালোচনা করে বলেন, ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় ঠিকে আছেন। তারা মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমানোর চেষ্টা করেও দমিয়ে রাখতে পারেনি। প্রতিটি ইউনিয়নে বিএনপিকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। দল সংগঠিত হলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না। হামলা-মামলা ভয় নয়, ঐক্যবদ্ধ হয়ে তৃনমূল পর্যায়ে নেতাকর্মীরা কাজ করার আহবান জানান বক্তারা।
আপনার মূল্যবান মতামত লিখুন