শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:১৪ অপরাহ্ন
জেড.এইচ.সুমনঃ এস এ টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি ও দৈনিক রব এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শহিদুল ইসলাম অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন।
অচেতন অবস্থায় তাকে বৃস্পতিবার দুপুরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে একটি লোকালবাসে করে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে ঘটনার শিকার হন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ ও ঠিকাদারী কাজের তদারকি করতে রামগতি যাওয়ার পথে বাসে মলমপার্টির খপ্পরে পড়েন ওই সাংবাদিক। পরে স্থানীয় সাংবাদিকরা তাকে বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।
সাংবাদিক অজ্ঞান থাকায় কি কি হারিয়েছে জানা না গেলেও ধারনা করা হচ্ছে তার ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা খোয়া গেছে। তার প্যান্টের পকেটে পরিচয়পত্র পাওয়া যায়।
এদিকে এ ঘটনায় লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সাংবাদিকগণ দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান জানান, কিভাবে কি ঘটলো কারা জড়িত এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত লিখুন