রবিবার, ২৬ জুন ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রিয়াল মাদ্রিদকে পেনাল্টি পাইয়ে দেওয়ার অভিযোগ আছে। এবার সেই রিয়ালই পুড়ল ভ্যালেন্সিয়ার পেনাল্টি আগুনে। ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের ৪-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এর মধ্যে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করেছেন কার্লোস সোলার। বাকি গোলটিও রিয়াল ডিফেন্ডার ভারানের আত্মঘাতী গোল থেকে পাওয়া স্বাগতিকদের।
পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে সোলার ২১ শতকের প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় রেকর্ড খাতায় নাম লিখিয়েছেন। গেল ১৯ মৌসুমে স্প্যানিশ লিগে এমন মুহূর্ত কেউ দেখাতে পারেননি। ভ্যালেন্সিয়া অবশ্য রেকর্ডটা সহজে করেছে রিয়াল ডিফেন্ডারদের একের পর এক ভুলে।
ম্যাচের ২৩ মিনিটে লস ব্লাঙ্কোসরা ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমার বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত এক গোলে এগিয়ে যায়। কিন্তু প্রথমার্ধেই রাইট ব্যাক হিসেবে খেলা লুকাস ভাসকেস বক্সে হ্যান্ডবলে করে পেনাল্টি উপহার দেন ভ্যালেন্সিয়াকে। এরপর প্রথমার্ধেই রাফায়েল ভারানের আত্মঘাতী গোল থেকে ২-১ গোলের লিড নেয় ভ্যালেন্সিয়া।
ম্যাচে ৬৫ ভাগ বল পায়ে রাখা এবং গোল পাওয়ার মতো ছয়টি আক্রমণ করা রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পিছিয়ে পড়ে। এবার জিদানের দলকে পেনাল্টি খাওয়ান রাইট ব্যাক মার্সেলো। গোলের ঠিক মুখে চোখে লাগার মতো ফাউল করে বসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ১০ মিনিট পরেই ব্লাঙ্কোসদের আরও হতাশায় ডোবান সের্গিও রামোস। স্প্যানিশ ডিফেন্ডার হাস্যকর এক হ্যান্ডবল করে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে এগিয়ে যাওয়ার সুযোগ দেন।
পরের ৩০ মিনিট চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেননি জিদানের শিষ্যরা। হারটা জিদানের গায়ে কাঁটা ফোঁটার মতো। কারণ তার অধীনে রিয়াল লা লিগায় এই প্রথম চার গোল হজম করলো। মাস্তিলায় ২৫ বছর পরে রিয়ালের জালে চার গোল দিল ভ্যালেন্সিয়া। আর ব্লাঙ্কোসরা ২০১৮ সালে লিগে শেষ হজম করেছিল চার গোল। ওই হারই চাকরি খেয়ে নেয় হুলেন লোপেতেগুইয়ের।
আপনার মূল্যবান মতামত লিখুন