রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় করেছেন উপজেলা ইছাপুর ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য সমাজ সেবক হাজী মোঃ জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার (৪ঠা ফেব্রুয়ারী ২০২১ইং) বেলা ১টায়, রামগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ জাকির হোসেন মোস্তান, সাধারন সম্পাদক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোঃ কাউছার হোসেন, সহ-সভাপতি, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যুগ্ন-সাধারন সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ বেলায়েত হোসেন বাচ্চু, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি এমএ হালিম খান লিটন, নির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ রহমত উল্যা পাটোয়ারী, দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসেন সুমন, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি মোঃ ইকবাল খন্দকার শান্ত, সদস্য দৈনিক বনিক বার্তা প্রতিনিধি, এমরান হোসেন রাজন, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি আবদুর রহমান প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় জাকির হোসন বলেন, দীর্ঘ সময় পর হলেও আপনারা রামগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে একত্রিত হতে পেরেছেন। প্রেসক্লাব গঠনের বিষয়ে যার অবধান, মাননীয় এমপি মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে ছাইযে, তিনি এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। দীর্ঘদিন যাবদ সাংবাদিকদের মধ্যে যে মতানৈক্য ছিলো, তা তিনি দুর করতে সমর্থ হয়েছেন। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদকসহ, বিভিন্ন পদে নির্বাচিত প্রেসক্লাবের সকল সদস্যকে ৪ নং ইছাপুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।
রামগঞ্জ প্রেসক্লাবের পথচলা শুভ হোক।
এসময় তিনি বলেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন জন্য সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে। আপনাদের আগামীদিন সুন্দর ও সুখময় হোক।
আপনার মূল্যবান মতামত লিখুন