শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:৪২ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আবু তাহেরের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোঃ কাউছার হোসেন, সহ-সভাপতি মানবকন্ঠ প্রতিনিধি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যায় যায় দিন প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম কবির, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোলা কাগজ প্রতিনিধি এমএ হালিম খাঁন লিটন, বাংলাদেশের খবর প্রতিনিধি ও নির্বাহী সদস্য রহমত উল্যা পাটোয়ারী, সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন, ক্লাবের সদস্য ওমর ফারুক পাটোয়ারী, আবদুর রহমান, মোঃ রাজু হোসেন পাটোয়ারী৷ উক্ত সভায়, প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে মোঃ রাজু হোসেন ও মোঃ ছায়েদ হোসেনের অন্তর্ভুক্ত করা হয়।
এ সময় রামগঞ্জ উপজেলায় কর্মরত মিডিয়া তালিকাভুক্ত কোন প্রতিনিধি থাকলে আবেদনের প্রেক্ষিতে সদস্য করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়৷
আপনার মূল্যবান মতামত লিখুন