শনিবার, ২৮ মে ২০২২, ০৪:৫০ অপরাহ্ন
রামগঞ্জ প্রেসক্লাবের ঈদপূর্নমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদপূর্নমিলনী ও অবসরপ্রাপ্ত করকমিশনার বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭মে) দুপুরে প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাউছার হোসেনের সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে অত্যান্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে ঈদ পুর্নমিলনী ও পরবর্তিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদ পৃুর্নমিলনী অনুষ্ঠান শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি সাবেক কর কমিশনার বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ তার চাকুরি জীবিনের অর্জিত জ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং অবসরকালীন তার প্রিয় জন্মস্থান রামগঞ্জের উন্নয়ন, রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা উল্লেখ করেন। এসময় তিনি আরো বলেন, মানুষ ও সমাজের উন্নয়নে একজন জনপ্রতিনিধি ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ন। একজন জনপ্রতিনিধি চাইলে এলাকা উন্নয়ন যেভাবে করা সম্ভব অন্যদের ক্ষেত্রে সেভাবে সম্ভব নয়। তবে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলে নির্বাচন করবেন না বলে জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সহ-সভাপতি রহমত উল্যা পাটোয়ারী, যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্ছু, অর্থ ও দপ্তর সম্পাদক আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক হালিম খান ণিটন, নির্বাহী সদস্য জাকির এইচ সুমন সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত লিখুন