শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:৩৭ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কার্যকরি কমিটির সভা করেছে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
১৬ জানুয়ারী শনিবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয় পৌর শহরস্থ খান টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড,সফিক মাহমুদ পিন্টু্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ড. আনোয়ার খান এমপি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি সফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাড,রফিক উল্যা পাটওয়ারী, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলীসহ উপজেলা আ,লীগের কার্যকরীকরী কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন । সভায় আগামী ৩০ জানুযায়ী পৌর নির্বাচন নৌকা প্রতিকের জয় নিশ্চিত করতে সবাই গন সংযোগ, প্রচার প্রচারনাসহ কার্যকরী ভুমিকা নিয়ে আলোচনা ও ইউনিয়নসহ বিভিন্ন মেয়াদর্ত্তীন কমিটির বিষয় আলোচনা হয়৷
আপনার মূল্যবান মতামত লিখুন