শনিবার, ২৫ জুন ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিদিন ডেস্ক ঃ ওসি তদন্ত হিসাবে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় যোগদান করেছেন জহিরুল আলম। রোববার দুপুরে রামগঞ্জ থানায় যোগদান করেন তিনি। এসময় নতুন এ তদন্ত ওসিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরন করে নেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন। এর পুর্বে তিনি লক্ষীপুর পুলিশ সুপার কার্যালয়ের আর ও আই হিসেবে দায়িত্ব পালন করছেন। যোগদানের পর উপস্থিত সাংবাদিকদের ইন্সপেক্টর জহিরুল আলম বলেন,লক্ষীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আর ও আই হিসেবে দায়িত্ব পালন করার পুর্বে রামগতি সার্কেল অফিসে দায়িত্ব পালন করেছি। ভোলা জেলার কৃতি সন্তান ইন্সপেক্টর জহিরুল আলম র্যাব,ডিবি সহ আইন শৃংখলা বাহিনীতে সফলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। এদিকে রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র দাস রায়পুর থানা ওসি তদন্ত হিসেবে যোগদান করেছে।
আপনার মূল্যবান মতামত লিখুন