শনিবার, ২৮ মে ২০২২, ০৫:১৭ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিবেদকঃ রামগঞ্জে মেয়াদউর্ত্তীন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বেলা ১২ টায় থেকে ৩টা পর্যন্ত থানা সংলগ্ন জিয়া অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ড.আনোয়ার খান, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সাবেক পৌর মেয়র ও এমপি’র স্থানীয় প্রতিনিধি বেলাল আহমেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক এম এ মমিন পাটোয়ারী,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আকবর হোসেন প্রমূখ৷ এ সময় উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও ইউপি চেয়ারম্যান , ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদউর্ত্তীন ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়
আপনার মূল্যবান মতামত লিখুন