রবিবার, ২৬ জুন ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন
রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে এগিয়ে এলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কর কমিশনার
জেড.এইচ.সুমনঃ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ছোট-বড় শত শত খানাখন্দ সৃষ্টি হয়েছে রামগঞ্জের খলিফার দরজা – নোয়াগাঁও – শৈরশৈ বাজার সড়কটিতে। একেকটি গর্ত যেন একেকটি মরণ ফাঁদ। এ অবস্থায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের উদ্যোগে ও তার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
গতকাল ২৯ ডিসেম্বর বুধবার বিকালে সড়কটিতে ইট, খোয়া, বালু ফেলে সংস্কার কাজের উদ্ভোধন করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
সরেজমিনে জানা যায়, রামগঞ্জ – হাজীগঞ্জ সড়কের খলিফার দরজা থেকে নোয়াগাঁও জনকল্যান উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে শৈরশৈ বাজার পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন দশ গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন এসড়কে উন্নয়নের ছোঁয়া না লাগায় খানাখন্দের সৃষ্টি হয়ে মৃত্যুকুফে পরিনত হয়েছে সড়কটি। এক বছর আগেও সড়কটির ওপর দিয়ে নানান ধরনের যানবাহন চলাচল করত। বেহাল সড়কের কারণে এখন যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে চরম দূর্ভোগ পোহাচ্ছে স্কুল, কলেজ,মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী সহ এ অঞ্চলের সকল শ্রেনী পেশার মানুষ। সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের।
জয়পুরা এসআরএমএস কলেজ ও নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের কয়েক জন ছাত্র-ছাত্রী জানান, পরীক্ষা বা ক্লাস শুরু ১০ টায় হলেও বাড়ি থেকে দুই -আড়াই ঘন্টা পূর্বেই ভাঙ্গা রাস্তার কারণে হেঁটেই রওয়ানা দিতে হয়।
পূর্ববিঘা গ্রামের বাসিন্দা আইয়ুব আলী বলেন, জনপ্রতিনিধিরা আমাদের কথা দিয়েও কথা রাখেন না। সড়ক সংস্কারের জন্য কেউ এগিয়ে আসে না। আগে কিছু যানবাহন চলাচল করলেও এখন তাও করে না। হেঁটে চলাচল করতে হচ্ছে।
সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ বলেন, সড়কটি খারাপ হওয়ায় আমার নিজের অর্থ দিয়ে ইট, খোয়া ও বালু কিনে দিয়ে এলাকার স্বেচ্ছাসেবীদের দিয়ে সড়কটির খানাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। এসময় তিনি আরো বলেন উপজেলার যেখানে ভাঙা সড়কে আছে সেখানে এভাবে সড়ক সংস্কারে উদ্যোগ নিব আমরা।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেন, শুধু সড়ক সংস্কার নয়, সকল মানবিক কাজে সম্পৃক্ত থেকে পুরো উপজেলার চিত্র পাল্টে দিতে চাই।
আপনার মূল্যবান মতামত লিখুন