শনিবার, ২৫ জুন ২০২২, ০৪:১৮ অপরাহ্ন
রামগঞ্জ (প্রতিনিধি): রামগঞ্জ উপজেলার কাঞ্জনপুর ইউপির বিঘা গ্রামের সাবেক মেম্বার ও তার পুত্র সালেক করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রামগঞ্জ সরকারী হাসপাতালের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছে।
সুত্রে জানায়,পশ্চিম বিঘা গ্রামের মেম্বার বাড়ি থেকে করোনা উপসর্গ সর্দি,জ¦র,কাশি,শরীর ও গলা ব্যথা নিয়ে ২৭এপ্রিল মেম্বার,তারপুত্র সহ ৫জন পরীক্ষার জন্য নমুনা দেয়। সোমবার লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস থেকে ইমেইলে জানানো হয় ৫জনের মধ্যে ২জনের করোনা পজেটিভ,বাকি ৩জনের নেগেটিভ।
আপনার মূল্যবান মতামত লিখুন