রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:২৬ পূর্বাহ্ন
রামগঞ্জ সংবাদদাতা : ’বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগঞ্জ উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করেছেন উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় । গতকাল শনিবার ( ৭ নভেম্বর ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য প্রচার ও র্যালি উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। পরে একটি র্যালি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বক্তব্য রাখেন। এ সময় অন্য বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দৌলতর রহমান, কৃষি কর্মকর্তা রাহানুল ইসলাম,উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.আনোয়ার হোসেন,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ। আলোচনা সভায় ও র্যালিতে উপজেলার ১০টি ইউনিয়নের ২৫৪টি সমবায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত লিখুন