শনিবার, ২৮ মে ২০২২, ০৪:৫৭ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে শেখ হাসিনা ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বরিয়াইশ পোলের গোড়ায় কেক কাটা শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে একশত মাদ্রাসা ছাত্রের মাঝে উপহার হিসেবে কোরআন শরিফ বিতরন করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মানিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামরুল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ- সম্পাদক, এম. এ. মমিন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন শাওন, মোস্তফা কামাল, নূরুল ইসলাম, আজিজুল হক ডালিম, শহিদুল ইসলাম রতন,মেহেদী মাসুদ, শহিদুল্লাহ, বোরহান পাঠানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
আপনার মূল্যবান মতামত লিখুন