রবিবার, ২৬ জুন ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন আব্দুর রশিদ ফাউন্ডেশন।
১৭ জানুয়ারী রবিবার বেলা এগারো টায় উপজেলার ভাটরা বাজার এলাকায় তিন শতাধিক অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ তসলিম হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সহ সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সফিক মাহমুদ পিন্টুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আমিনুল ইসলাম সুমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ বাবলু, সদস্য কামাল হোসেন, সংগঠনের আমিরুল হক, বেল্লাল হোসেন, দরবেশপু ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঈমন হোসেন,নরামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু,ছাত্রলীগে নেতা সোহেল চৌকিয়া প্রমুখ।
কম্বল বিতরনের সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান, ৩ শতাধিক কম্বল চাহিদার তুলনায় অত্যান্ত অপ্রতুল। খুব শীঘ্রই আগামী কয়েক দিনের মধ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেনের সাথে আলোচনা সাপেক্ষে আরো কম্বল বিতরন করা হবে।
আপনার মূল্যবান মতামত লিখুন