রবিবার, ২৬ জুন ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
জাকির এইচ সুমনঃ একদিকে মহামারী করোনা,অন্যদিকে তীব্র শীত। শীতের এ তীব্রতা দিন দিন বেড়েই চলেছে, বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। শীতের এ তীব্রতায় কষ্টের সীমা নেই সুবিধা বঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষের। এই কঠিন সময়কে মোকাবিলা করতে এবার ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে আওয়ামিলীগেের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোরশেদুল আমিন বাবু। করোনাকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে মানুষের ঘরে ঘরে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ত্রানসামগ্রী পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের এ নেতা।
১৫ জানুয়ারী বিকাল ৫ টায় উপজেলার লামচর ইউনিয়নের মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.সফিক মাহমুদ পিন্টুর পক্ষে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।
মোরশেদুল আমিন বাবু এর সভাপতিত্বে ও কামরুল হাসান তুহিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.সফিক মাহমুদ পিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা সোহেল, সোহেল চৌকিয়া,জসিম উদ্দিন রুবেল হোসেন, কাউছার মোল্লা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত লিখুন