রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:৩৬ পূর্বাহ্ন
জাকির এইচ সুমনঃ একদিকে করোনা,অন্যদিকে তীব্র শীত। শীতের এ তীব্রতা দিন দিন বেড়েই চলেছে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্টের সীমা নেই মানুষের।
এই কঠিন সময়কে মোকাবিলা করতে শীতের শুরুতেই শীতবস্ত্র,খাদ্য ও বিভিন্ন ত্রান সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন খান এমপি।
গত কয়েকদিন ধরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরীবাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, পূর্ব বিঘা, শেফালীপাড়া ভোলাকোট ইউনিয়নের আথাকরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, লক্ষ্মীধরপাড়া মাদ্রাসা,পৌর শহরের রামগঞ্জ শিশু পার্ক, ইছাপুরের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, শ্রীরামপুর কারি বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে হতদরিদ্র, ছিন্নমূল শীতার্থ প্রায় দশ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র, খাদ্য ও বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন করেন তিনি। এসময় মানুষের সুখ দুঃখের কথা শুনেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খান এমপি বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সরকারের এ অগ্রযাত্রা তরান্বিত করতে বিরোধিতা না দেশের উন্নয়নে সকলের সহযোগিতা চান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, কড়পাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, সদস্য সৌদি বিল্লাল, পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন্দ, উপজেলা বিআরডিবিএ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, এমপির একান্ত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পী, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ রাশেদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অপু মাল, ফজলে রাব্বি জয়সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আ”লীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত লিখুন