রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:১৩ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে, মত বিনিময় করেছেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। শুক্রবার বিকেলে রামগঞ্জ থানা প্রাঙ্গনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। দূর্গা পূজা যেন, সুন্দর ভাবে উৎযাপন করা হয়, সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে, বক্তব্য রাখেন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ, মোঃ আনোয়ার হোসেন এবং টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসন খান।
এসময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার বিট পুলিশের সকল অফিসার, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তান এবং রামগঞ্জ উপজেলা পূজা কমিটির সভাপতি সমীর সাহা, সাধারন সম্পাদক লিঠন সাহা, সাংগঠনিক সম্পাদক দীপক সাহাসহ, স্থানীয় পূজা কমিটির সকল নেতাকর্মীরা।
ড আনোয়ার হোসেন খান বলেন, প্রতি বছরের মত সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অভ্যাহত থাকবে। অচিরে আমি সকল পূজা মন্ডপ পরিদর্শন করবো এবং সবার সাথে আনন্দ উপভোগ করবো। আইনশৃংখলার যেন কোন অবনতি না হয় তার সব ব্যবস্থা করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে চাড় দেওয়া হবে না।
আপনার মূল্যবান মতামত লিখুন