রবিবার, ২৬ জুন ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে আজ বুধবার সকালে বর্নাঢ্য র্যালীর মাধ্যমে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় (খান টাওয়ারে) আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর সমাপ্তি ঘটে। স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খানের সার্বিক সহযোগীতায় রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছুর সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন্দ এবং যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন রাজুর সঞ্চালনায় টেলিকনফরেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এসএম মোজ্জামেল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল বিএসসি, ইছাপুরের সম্ভাব্য যুবলীগ সভাপতি মিলন পাটোওয়ারী, লামচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগ প্রমুখ। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে হোন্ডা মোহরা দিয়ে নেতাকর্মীরা রামগঞ্জ টাওয়ারের সামনে এসে ঝড়ো হয়। ইছাপুর ইউনিয়ন থেকে মিলন পাটোওযারীর নেতৃত্বে টলি কামাল, সাখাওয়াত হোসেন বাবু, রাশেদ শতাধিক হোন্ডা মোহরা দিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিন শেষে টাওয়ারের সামনে এসে মিলিত হয়।
আপনার মূল্যবান মতামত লিখুন