রবিবার, ২৬ জুন ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ফুটবল একাদশ এর উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও জনকল্যান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
বিশেষ অতিথি হিসাবে আরে উপস্থিত ছিলেন, নোয়াগাও জনকল্যান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, নোয়াগাও ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল পাটওয়ারী,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা, উপজেলা যুবলীগের যুুুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হক, রামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,
সাধারন সম্পাদক কাউছার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু,অর্থ ও দপ্তর সম্পাদক আবু তাহের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম খান লিটন, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন সুমন, সাধারণ সদস্য আবদুর রহমান, মোঃ ওমর ফারুক পাটওয়ারী সহ প্রমুখ।খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন ডাচ বাংলা ও ব্যাংক এশিয়ার পরিচালক ও খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
উল্লেখ্য ফাইনাল খেলায় অংশগ্রহন করেছিলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার চৌধুরী পাড়া ক্রীড়াসংঘ বনাম রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও রাইছা এন্ড তানিসা এন্টারপ্রাইজ, খেলায় ৩/২ সেটে জয়লাভ করেন নোয়াগাঁও রাইছা এন্ড তানিসা এন্টারপ্রাইজ।
আপনার মূল্যবান মতামত লিখুন