শনিবার, ২৫ জুন ২০২২, ০৪:১৬ অপরাহ্ন
জেড এইচ সুমনঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জিয়া অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, সাবেক সাংসদ আ ন ম শামছুল ইসলাম নাছের, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এম এ গোফরান, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যাহ প্রমূখ৷ এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাহাজান মাষ্টার, মানিক মাল, সালেহ আহম্মদ,তোফায়েল আহমেদ প্রমূখ৷
আপনার মূল্যবান মতামত লিখুন