রবিবার, ২৬ জুন ২০২২, ১২:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বিস্ফোরক মামলায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসান সহ ৩১ জনকে গ্রেফতার হয়েছে।
গতকাল ১১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা জর্জ আদালত থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ২৪ নভেম্বর বুধবার বিকালে উপজেলার লামচর ইউনিয়নের ২ নং লামচর ওয়ার্ডের দক্ষিণ ঠাকুন বাড়ির মেম্বার প্রার্থী কামরুল ইসলাম পাটোয়ারী ও রাজিব ইসলাম রাজুর নিজ বসতঘর থেকে বিপুল পরিমাণ বারুদ, ৯৬ টি জর্দার কোটা ও ৬০ টি কষ্টিপ সহ বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন আইন শৃংখলা বাহিনী। পরে এঘটনায় ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন আসামীরা। গতকাল লক্ষ্মীপুর জেলা জর্জ আদালতে আত্মসমর্পন করে জামিন চায় আসামিরা। জামিন নামঞ্জুর করে নবনির্বাচিত চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসানসহ ৩১ জনকে কারাগারে প্রেরন করেন আদালত।
লক্ষ্মীপুর জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট জসিমউদদীন বলেন, উচ্চ আদালতের নির্দেশমত আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে নবনির্বাচিত চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসান সহ ৩১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান আদালত।
আপনার মূল্যবান মতামত লিখুন