রবিবার, ২৬ জুন ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সুফিয়া বেগম নামের এক বিধবার ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাতে উপজেলার ৬নং লামচর ইউনিয়নের মজুপুর গ্রামের পাটওয়ারী (হরার) বাড়িতে এ ঘটনা ঘটে । খবর পেয়ে মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২ টার সময় সংঘবদ্ধ ডাকাতদল বিধবা সুফিয়ার বসতঘরের দরজা খোলার জন্য কড়া নাড়ে। এসময় বিধবা দরজা খুলে দেওয়ার সাথে সাথে জাকাতদল সুফিয়ার মুখ চেপে ধরে অস্ত্রের মূখে জিম্মি করে তার সাথে থাকা স্বর্নের চেইন, কানের ধুল, ১টি স্বর্নের আংটি,রুপার গহনা ৬ভরি,২টা লাইট, ২টি মোবাইল সহ প্রয়োজনীয় মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যাই। বিষয়টি চুরি না ডাকাতি স্পষ্ট করে বলা যাচ্ছে না। এছাড়াও বিধবা সুফিয়াকে থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত লিখুন