রবিবার, ২৬ জুন ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার
মাসিমপুর এ,এল,এম উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন খান। আজ বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন এর মাছিমপুর এ এল এম উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে দোয়ার অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইকবাল পাটওয়ারীর সভাপতিত্বে এবং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ফরাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা,রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ থানা ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস ,রামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জানবা সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুনাজের রশিদ,রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেলাল আহমেদ, ৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূঁইয়া, ৩ নং ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ জাহিদ হোসেন ভূঁইয়া, মোঃ মজিবুল হক মজিব চেয়ারম্যান, রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, পৌর যুবলীগের আহবায়ক মামুন আখন্দ, এছাড়া চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ সহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মূল্যবান মতামত লিখুন