শনিবার, ২৮ মে ২০২২, ০৫:৪৬ অপরাহ্ন
জেড এইচ সুমনঃ পুলিশের সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল এবং পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নে বিট পুলিশিং কতৃক আয়োজিত বিট এর আইন-শৃঙ্খলা রক্ষাসহ চুরি, ডাকাতি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজী, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট বিট অফিসার কর্তৃক সর্বস্তরের জনগণের সাথে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৩ মার্চ ২০২২ইং) দুপুরে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নোয়াগাঁও ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই অলি উল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমদাদুল হক।
এসময় নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ হারুন, শাহাবুদ্দীন, আবুল কালাম মিরন, রফিকুল ইসলাম, মাহবুবুল হক, নুরুল আমিন, সংরক্ষিত মহিলা সদস্য নাছরুমা বেগম, পেয়ারা বেগম সুলতানা রাজিয়া এসময় বক্তব্য রাখেন।
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এই বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে ।
আপনার মূল্যবান মতামত লিখুন