রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধি ঃ রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা চত্বরে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কেটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। এর পূর্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত র্র্যলি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর সভা কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পৌরসভা কার্যালয়ের মাঠে পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে, কাউন্সিলর ও উপজেলা আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আ”লীগের সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক এম এ মমিন পাটোয়ারী, ,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চু, সদস্য মিজানুর রহমান শেখ, এস,এম বাবুল, মুক্তিযোদ্ধা আবুল বাসার, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ রুবেল, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন ভূইয়া,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল চৌকিয়া, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জীবন চৌধুরী। রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু, সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্ত।
এর পূর্বে প্রধান অতিথি সকল ৭টায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নলচরা ব্লাড ডোনার ক্লাবের সেচ্ছা রক্ত দান কর্মসুচির উদ্ভোদন করেন এবং উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আপনার মূল্যবান মতামত লিখুন