রবিবার, ২৬ জুন ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিআরডিবি,র কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খানের নিজস্ব অর্থায়নে ধর্মপ্রান মুসলমানদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে ।
আজ শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলার গরীব অসহায় মেহনতী মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করেন।
বিআরডিবি,র চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান সবুজ ভূঁইয়ার সঞ্চালনায়
এসময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার খানের রাজনৈতিক সচিব নাজমুল হক সৈকত, একান্ত ব্যক্তিগত সহকারি রিয়াজুল হায়দার (বাপ্পি), উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের মামুন, নাছির উদ্দিনসহ প্রমুখ।
আপনার মূল্যবান মতামত লিখুন