রবিবার, ২৬ জুন ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পানি সেচ পাম্প বন্ধ না করায় অন্তত পাঁচ জনকে পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা যুগী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহতদের মধ্যে ফরিদ রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে পুকুরটির চার তৃতীয়াংশ লীজ নিয়ে মাছ চাষ করছে স্থানীয় যুবক রাজিব হোসেন। কিন্তু অনিবার্য কারনে মাছ মরতে শুরু করে। উপয়ান্তর না দেখে রাজিব ৬/৭ জন শ্রমিক নিয়ে পুকুরটির পানি নিষ্কাশনের জন্য পাম্প বসায়। পাম্পটি চলার সময় স্থানীয় সন্ত্রাসী সবুজের নেতৃত্বে ১০/১২ জন সেখানে উপস্থিত হয়ে পানির পাম্প বন্ধ করতে বললে শ্রমিকরা মালিক রাজিবের সাথে কথা বলতে বললে সবুজের নেতৃত্বে সন্ত্রাসীরা লাঠি,এসএস পাইপ দিয়ে শ্রমিকদের এলোপাতাড়ি পিটাতে থাকে। একপর্যায়ে শ্রমিক ফরিদ,রবিউল, বিল্লাল, মামুন ও রোমান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।
এব্যাপারে জানতে অভিযুক্ত সবুজের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।
এব্যাপারে জানতে চাইলে রাজিব বলেন, আমি পুকুরটি লিজ নিয়ে গত কয়েক বছর ধরে মাছ চাষ করছি। হঠাৎ করে তারা মালিকানা দাবী করছে। তবে এবিষয় নিয়ে তারা আমার সাথে কোন কথা বলেনি।
তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ার হোসেন বলেন, অভিযোগের আলোকে তদন্ত করছি। সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত লিখুন