রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ন
জেড.এইচ.সুমনঃ আসন্ন পৌরসভা নির্বাচনে রামগঞ্জ পৌরসভা মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর হোসেন এলাকায় গণসংযোগ ও দলীয় সহশ্রাধীক নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর শহরে মিছিল শেষে ভোটারদের সাথে মতবিনিময় করছেন।
গতকাল ৯ নভেম্বর সোমবার বেলা ১২টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল একত্র হওয়ার পর নিজ গ্রাম পৌর নন্দনপুর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শহরের সাতারপাড়া চৌরাস্তা হয়ে মিছিলটি রামগঞ্জ শহর পুলিশ বক্স চত্বর, বঙ্গবন্ধু স্কয়ার, রামগঞ্জ মাছ বাজার হয়ে মূল সড়ক দিয়ে পাট বাজার হয়ে পৌর নন্দনপুর এসে শেষ হয়। এসময় এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন মেয়র প্রার্থী আকবর হোসেন।পরে পৌরশহরস্থ তার নিজ বাসভবনে ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সহ- সভাপতি ও মেয়র প্রার্থী আকবর হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অহিদুর রহমান জামাল, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লিটন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম পাটোয়ার, জাহীদুর রহমান পাল, বেলাল হোসেন, যুবলীগ নেতা অহিদুর রহমান জামাল, মোঃ জনি, মোঃ মামুন ও হৃদয়সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
এসময় আকবর হোসেন বলেন, ১৯৮৬ সাল থেকে একাধারে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্ব দিয়েছি। তারই ধারাবাহিকতায় বর্তমানে পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। সবধিক বিবেচনায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করেন তিনি।
আপনার মূল্যবান মতামত লিখুন