রবিবার, ২৬ জুন ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ন
রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জেড এইচ সুমনঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম নামের একজন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন এর ব্রাহ্মপাড়া এলাকায় এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মনোয়ারা ব্রাহ্মপাড়া এলাকার জামাল হোসেন এর স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি এমদাদুল হকের নেতৃত্বে এসআই দিবাকর রায় এএসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি মনোয়ারা বেগমকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলে, বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত লিখুন