রবিবার, ২৬ জুন ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জোরপূর্বক ফলদ গাছ কেটে ও পারিবারিক কবরস্থান ভেঙ্গে তার উপর দিয়েই পৌরসভার রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে পৌর কমিশনার হাজী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।
গতকাল গভীর রাতেপৌর শহরের নন্দনপুর এলাকার সাদেক আলী মোল্লা বাড়িতে এঘটনা ঘটে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, নন্দনপুর সাদেক আলী মোল্লা বাড়ির রাস্তা সি সি করনের জন্য পৌর কমিশনার হাজী দেলোয়ার হোসেন দেলু এসপির যোগসাজশে এডিবির বরাদ্দ দেয় পৌরসভা। বাড়ীর রাস্তাটি বর্তমানে ৩ফুট প্রশস্থ। রাস্তা বাড়াতে পাশে যায়গা থাকলেও খোরশেদ আলমের পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ও কয়েকটি ফলদ গাছ কেটে রাস্তা নির্মান চেষ্টা চালাচ্ছে পৌর কমিশনার সহ একটি প্রভাবশালি মহল।
এরই সূত্র ধরে গতকাল গভীর রাতে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে ঐ বাড়ির কবির,দেলোয়ার,মাসুদ,ওমর,শাহজাহান,সেলিমসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে কবরস্থানের প্রাচীর ভেঙে ফেলে।
উল্লেক্ষ্য পৌরসভার এডিবি বরাদ্ধে এ ওয়ার্ডে ৫টি সিসি করন ও ২টি প্যালাসাইটিং রয়েছে।যার মোট বরাদ্ধ ১২লক্ষ১৪ হাজার টাকা।
ভুক্তভোগী খোরশেদ আলম বলেন, আমার পারিবারিক কবরস্থান জোরপূর্বক উচ্ছেদ করতে চায় তারা। এটি আমাদের পুরোনো পারিবারিক কবরস্থান। এখানে আমার মা-বাবা,দাদা,দাদিসহ অনেকেই কবর রয়েছে।
অভিযুক্তদের মধ্যে দেলোয়ার বলেন, স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে গভীর রাতেই কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙে তারা।
স্থানীয় কাউন্সিল দেলোয়ার হোসেন দেলু জানায়, আমি নিষেধ করলেও তারা আমার কথা শুনেনি।মুহুর্তের মধ্যেই তারা কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙে দিয়েছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী জানান, ঘটনাটি জানতে পেরে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার নির্মান কাজ বন্ধ রাখার নির্দ্দেশ দিয়েছেন তিনি।
আপনার মূল্যবান মতামত লিখুন