রবিবার, ২৬ জুন ২০২২, ১২:০৭ অপরাহ্ন
রাজু আহম্মেদ রামগঞ্জ থেকে : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়ায় পাঁচ একর জমির উপর শাহাদাত হোসেন সেলিমের ব্যক্তিগত উদ্যোগে কলেজ তৈরির প্রস্তুতি চলছে।
শনিবার (২২ মে) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল এলডিপির মহাসচিব (বিএনপি) সাহাদাত হোসেন সেলিম তার নিজস্ব জমিতে মাটি ভরাট করে কলেজ তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই সময় তিনি বলেন, তিন বছর আগে আমি কথা দিয়েছিলাম জন্মস্থান ঐতিহাসিক করপাড়া তে নিজের ৫ একর জমিতে একটি কলেজ স্থাপন করব, পরিস্থিতি বিবেচনায় কিছুটা ধীরে হলেও এ বছর মাটি ভরাটের কাজ শুরু করেছি। আজ ঝটিকা সফরে এলাম,কাজের অগ্রগতি দেখার জন্য। আমি করপাড়া ইউনিয়ন তথা রামগঞ্জবাসী ও প্রতিবেশী সকল দল মত নির্বিশেষে সকলের সহৃদয় সাহায্য,সহযোগিতার,সহমর্মিতা,সমর্থন ও পরামর্শ আশা করি।
আপনার মূল্যবান মতামত লিখুন