রবিবার, ২৬ জুন ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নতুন শিক্ষকদের বরণ করে নিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখা। এ সময় দশ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
শনিবার ৯ জানুয়ারি সকাল ১১ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শেষে অঞ্জন রায় কে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের পৌরসভা কমিটি ঘোষণা দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ।
পৌর সভাপতি অঞ্জন রায়ের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদিকা আফরোজা আক্তার সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত লিখুন