শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:০৩ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মোখলেছুর রহমান, অন্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক কর্মকর্তা শরীফউল্যা আস শামস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আনোয়ার হোসেন শিপন প্রমুখ। প্রতিযোগতায় উপজেলা ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। বির্তক প্রতিযোগিতায় প্রথম স্থান রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়,তৃতীয় স্থান অর্জন করে সাউদেরখিল উচ্চ বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অর্থায়নে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত লিখুন