রবিবার, ২৬ জুন ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন
জাকির এইচ সুমন ঃ দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে ভোক্তাদের কাছে তেল, চিনি, ডাল ও পেঁয়াজসহ নিত্যপন্য সামগ্রী বিক্রি করছে সরকার। এতে ব্যাপক ভর্তুকি দিতে হয় সরকারকে। কিন্তু এ উদ্যোগ ভেস্তে যাচ্ছে টিসিবির নির্ধারিত কিছু লোভী,অসৎ ডিলারের কারনে।
টিসিবির ডিলার নিয়োগ গাইডলাইনে ডিলারশিপ বাতিলের ১৬টি কারণ বলা হয়েছে। এর মধ্যে ৫ নম্বর শর্তটি হলো—বরাদ্দকৃত পণ্য বিক্রিতে অনিয়ম, ওজন বা মূল্যে কারচুপি করলে অথবা পণ্য কালোবাজারে বিক্রি করলে ডিলারশিপ বাতিল এবং জামানত বাজেয়াপ্ত হবে। এর পরও প্রায়ই ওজনে কম দেওয়া এবং পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। অনিয়ম হাতেনাতে ধরাও পড়ছে।
২৯ নভেম্বর রবিবার গভীর রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জে তেল, চিনি, ডাল ও পেঁয়াজসহ পিকআপ ভর্তি টিসিবি’র পন্য পৌর শহরস্থ মোহাম্মদীয়া হোটেলে বিক্রি করতে নিয়ে আশে টিসিবির ডিলার রিফাত ট্রেডার্স এর স্বত্তাধিকারী স্বপন পাটওয়ারী। হোটেলটির গোডাউনে টিসিবির পন্য রাখার সময় স্থানীয়দের তোপের মুখে পিকআপ সহ পন্যসামগ্রী ফিরত নিয়ে যায় সংশ্লিষ্ট ডিলার। খোলাবাজারে বিক্রী বন্ধ করে দেয়া, মূল্যে কারচুপি, ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে ঐ ডিলারের বিরুদ্ধে।
তবে এঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, খোলা বাজারে বিক্রি না করে ডিলার স্বপন পাটোয়ারী রবিবার মধ্য রাতে রামগঞ্জ বাজার এলাকার মোহাম্মদিয়া হোটেল ব্যবসায়ীর নিকট বিক্রির জন্য পিকআপ ভর্তি তেল,চিনি,ডাল পেঁয়াজ নিয়ে আসে। এসময় গাড়ি থেকে পেঁয়াজের বস্তা হোটেলের গোডাউনে নেয়ার পথেই স্থানীয়দের তোপের মুখে পড়ে। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার পূর্বেই পেঁয়াজ ভর্তি পিকআপটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।এসময় তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, বিগত ৫ বছরে কোন ডিলার টিসিবি’র পন্য ট্রাকে করে ভোক্তাদের নিকট বিক্রি করেনি। অথচ ওই ডিলার রাতের আধারে অসাধু ব্যবসায়ীদের নিকট টিসিবির পণ্য বিক্রি করে দিচ্ছে। এতে তাদেরকে টিসিবির পণ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। এঘটনায় ডিলারশীপ বাতিলসহ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে অভিযুক্ত রামগঞ্জ পানপাড়ার ডিলার রিফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন পাটোয়ারী ও তার ছেলে রিফাত বলেন, সংশ্লিষ্ট বিভাগ থেকেই পেঁয়াজগুলো বিক্রির জন্য বলা হয়েছে। ভোক্তারা ক্রয় করে না। তাই অন্যত্র বিক্রি করে দেয়া হচ্ছে।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, টিসিবির পণ্য ব্যবসায়ীদের নিকট বিক্রির কোন নিয়ম নেই। খোলা স্থানে পণ্য বিক্রির ক্ষেত্রে আগেই টিসিবি সংশ্লিষ্টরা উপজেলার অফিসের সাথে সমন্বয় করে থাকে। তবে গত রাতের বিক্রির বিষয়ে কেউ জানাই নি। টিসিবির সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মূল্যবান মতামত লিখুন