রবিবার, ২৬ জুন ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিনিধিঃ দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্ততি, টেকসই উন্নয়নে আনবে গতি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, থানা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্ততিমূলক অালোচনা করা হয় ।
আপনার মূল্যবান মতামত লিখুন