রবিবার, ২৬ জুন ২০২২, ০৭:৩৩ পূর্বাহ্ন
রামগঞ্জ প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসার কোমলমতি ছাত্র-এতিমশিশু ও ছিন্নমূল পথ—মানুষদের নিয়ে ইফতার বিতরন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান টিটু । কেন্দ্রীয় এবং জেলা যুবলীগের নির্দেশনায় রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান টিটুর সার্বিক সহযোগীতায় শুক্রবার রামগঞ্জ উপজেলা যুবলীগ উপজেলার ফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং ফতেপুর দারুল উলূম ইসলামিয়া ক্বাওমি মাদ্রাসা—হিফজ্ ও এতিম খানা মাঠে ওই ইফতার মাহফিলের আয়োজন করেছে। উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সৈকত মাহমুদ শামছু, চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন— আহ্বা্য়ক রাইছুল ইসলাম রাছেল, যুবলীগ নেতা কামরুল ইসলামসহ একধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাওঃ ওবায়েদ উল্লার পরিচালনায় বাংলাদেশের শান্তি—অগ্রগতি এবং রামগঞ্জের সাংসদ জননেতা ড. আনোয়ার খান সহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মূল্যবান মতামত লিখুন