শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:২৫ অপরাহ্ন
রামগঞ্জ প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গরিব, অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরন করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মামুন আল রশিদ রুবেল।
১৬ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার পৌরশহরের মোহাম্মদীয়া এতিমখানা, বাইপাস সড়ক,দক্ষিণ বাজার, সোনাপুর বাজার, কলেজ গেইট এলাকায় ঘুরে ঘুরে ৪”শ গরিব,অসহায়, ছিন্নমূল, দুস্থদের মাঝে এসব ইফতার বিতরন করেন ছাত্রলীগের এ নেতা।
এদিকে ইফতার পেয়ে অসহায় রিক্সাচালক শহিদুল ইফতার পেয়ে খুশিমনে বলেন, লকডাউনের কারনে আগের মত আয় হচ্ছে না তার, গাড়ির জমা তোলা যায় না।,আবার এরমধ্যে রমজা ন, সংসারের কত খরচ! এসবদ খরচ যোগান দিতে ভালো করে ইফতারও করা হয়না। আজ রুবেল ভাই ইফতার দিছে আজ অন্তত পেট ভরে ইফতার খেতে পারবো। আল্লাহ ভাইয়ের (রুবেলের) মঙ্গল করুক।
এসময় ছাত্রলীগের এ নেতার সাথে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত লিখুন