শনিবার, ২৮ মে ২০২২, ০৫:২১ অপরাহ্ন
জেড এইচ সুমনঃ কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রামগঞ্জ উপজেলা কৃষক লীগ। ১৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে দলটির জন্মদিন উপলক্ষে কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কৃষক লীগ সভাপতি আবুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মঈন উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর – ১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপি। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ উপজেলা কৃষকলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত লিখুন